CLASS-XI

Class 11- ভেক্টর

SHARE

1. Class 11- ভেক্টর- সঠিক উত্তরটি বেছে নাও

1.1 একটি নির্দেশতন্ত্রের মূলবিন্দু থেকে অনুভূমিক রেখার সঙ্গে \theta কোণ করে m ভরের একটি বস্তুকে ছোঁড়া হল। t সময়ে বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় ওঠে, তখন তার মূল বিন্দুর সাপেক্ষে কৌণিক নীচের কোন্টির সমানুপাতিক?
\left(A\right)\ u\ \ \ \ \ \ \ \ \ \left(B\right)u^2\ \ \ \ \ \ \ \ \ \ \ \ \left(C\right)\ u^3\ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \left(D\right)\ u\ এর নির্ভরশীল নয় [WBJEE,22]
কৌণিক ভরবেগ = mvr, এখানে r= সর্বাধিক উচ্চতা = H=\frac{u^2{sin}^2\theta}{2g}, v= অনুভূমিক বেগ (যেহেতু সর্বোচ্চ উচ্চতায় উল্লম্ব বেগ শূন্য) = ucos\theta । কৌণিক ভরবেগ, p=m\times v\times H=mucos\theta\frac{u^2{sin}^2\theta}{2g}=\frac{mu^3cos\theta{sin}^2\theta}{2g}\propto u^3

1.2 0.3\widehat{i} + 0.6\widehat{j} - x\widehat{k} একটি একক ভেক্টর হলে x এর মান কত? A) √0.9     B) √0.75    C) √0.55     D) √0.45
=> একক ভেক্টরের মান 1। সুতরাং, \sqrt{(0.3)^2 + (0.6)^2 + {( - x)}^2} = 1     or, 0.09+0.36+x2=1   or, x2=1-0.9-0.36   or, x=√0.55    (Ans C)
1.3 \overrightarrow{A} = 5\widehat{i} -5\widehat{j} এবং \overrightarrow{B} = 5\widehat{i} +5\widehat{j} ভেক্টর দুটির অন্তর্বর্তী কোণ কত?      A) 00    B) 450    C) 600    D) 900
=> \overrightarrow{A}\ldotp \overrightarrow{B} = ABcos\theta
or, (5\widehat{i} -5\widehat{j}).(5\widehat{i} +5\widehat{j}) = \sqrt{5^2 + ( - 5)^2}\ldotp \sqrt{5^2 + 5^2}\mathrm{\cos}\theta     [θ হল ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ]
or, 25-25 = 5√2.5√2 cosθ
or, cosθ=0    ∴θ = 900

2. Class 11- ভেক্টর- অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

2.1 প্রাসের কোন্‌ বিন্দুতে বেগ ও ত্বরণ লম্ব অভিমুখে হয়।
=> সর্বোচ্চ বিদুতে। যেখানে প্রাসের বেগের শুধুমাত্র অনুভূমিক উপাংশ থাকে। g সর্বদাই উল্লম্ব বরাবর ক্রিয়া করবে।
2.2 \overrightarrow{A} \times \overrightarrow{B}   এর মান কি AB অপেক্ষা বড় হতে পারে? 
=> \overrightarrow{A} \times \overrightarrow{B} = ABsin\theta\widehat{n}\overrightarrow{A} \times \overrightarrow{B} এর মান বড় হলে ABsin\theta >AB   or, sin\theta >1। যা অসম্ভব। সুতরাং, \overrightarrow{A} \times \overrightarrow{B}   এর মান AB অপেক্ষা বড় হতে পারে না।
2.3 \overrightarrow{A} এবং \overrightarrow{A} \times \overrightarrow{B} এর মধ্যবর্তী কোণ কত? 
=> 900

3. Class 11- ভেক্টর- সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

3.1 \overrightarrow{{a}_{1}}\overrightarrow{{a}_{2}} হল দুটি একক ভেক্টর যারা সমরৈখিক নয়।| \overrightarrow{{a}_{1}} + \overrightarrow{{a}_{2}}| = \sqrt{3} হলে (\overrightarrow{{a}_{1}} - \overrightarrow{{a}_{2}})\ldotp (2\overrightarrow{{a}_{1}} + \overrightarrow{{a}_{2}}) এর মান নির্ণয় কর।
=> \overrightarrow{{a}_{1}}\overrightarrow{{a}_{2}} হল দুটি একক ভেক্টর হওয়ায় a12= a22=1। আবার, | \overrightarrow{{a}_{1}} + \overrightarrow{{a}_{2}}| = \sqrt{3}   or, {{a}_{1}}^{2} + 2{a}_{1}{a}_{2}\mathrm{\cos}\theta + {{a}_{2}}^2=3    or, 1 + 2{\overrightarrow{a}}_{1}\ldotp {\overrightarrow{a}}_{2} + 1 = 3      or,{\overrightarrow{a}}_{1}\ldotp {\overrightarrow{a}}_{2} = \frac{1}{2}   আবার, {\overrightarrow{a}}_{2}\ldotp {\overrightarrow{a}}_{1} = \frac{1}{2}
এখন, ({\overrightarrow{a}}_{1} - {\overrightarrow{a}}_{2})\ldotp (2{\overrightarrow{a}}_{1} + {\overrightarrow{a}}_{2})    = 2{a^2}_{1} - 2{\overrightarrow{a}}_{1}\ldotp {\overrightarrow{a}}_{2} + {\overrightarrow{a}}_{1}\ldotp {\overrightarrow{a}}_{2} - {a^2}_{2}    = 2{a^2}_{1} - {\overrightarrow{a}}_{1}\ldotp {\overrightarrow{a}}_{2} - {a^2}_{2}    = 2 \times 1 - \frac{1}{2} - 1    = 1 - \frac{1}{2}    = \frac{1}{2}
3.2 একটি নির্দিষ্ট প্রক্ষেপ u এর জন্য দুটি প্রক্ষেপ কোণ θ এবং (90-θ) এর জন্য প্রাসের অনুভূমিক পাল্লা একই হয়- প্রমাণ করো
=> অনুভূমিক পাল্লা , R= \frac{u^2\mathrm{\sin}2\theta}{g}
θ এর স্থানে (90-θ) হলে নতুন অনুভূমিক পাল্লা , R'=\frac{u^2\mathrm{\sin}2({90}^0 - \theta)}{g}  = \frac{u^2\mathrm{\sin}({180}^0 - 2\theta)}{g}  = \frac{u^2\mathrm{\sin}2\theta}{g}  = R    (প্রমাণিত)
3.3 একটি প্রাসের প্রক্ষেপ বেগ \overrightarrow{u} = a\widehat{i} + b\widehat{j}। কী শর্তে প্রক্ষেপ বেগ সীমা সর্বাধিক উচ্চতার দ্বিগুণ হবে?
=> প্রক্ষেপ সীমা, R = \frac{u^2\mathrm{\sin}2\theta}{g}
সর্বাধিক উচ্চতা,  H = \frac{u^2{\mathrm{\sin}}^2\theta}{2g}
প্রশ্নানুসারে, R  =  2H
or, \frac{\cancel{u^2}\mathrm{\sin}2\theta}{\cancel{g}}  =   \cancel{2}\frac{\cancel{u^2}{\mathrm{\sin}}^2\theta}{\cancel{2}\cancel{g}}
or, 2\cancel{sin\theta}\ldotp cos\theta = \cancel{sin\theta}\ldotp sin\theta
or,  tanθ= 2   ...... (i)
আবার,
ucosθ=a,   usinθ=b
or, tanθ= b/a
or, b/a = 2   [(i) নং সমী থেকে]
b =2a

3.4 চারটি অসমতলীয় ভেক্টর কি সাম্য প্রতিষ্ঠা করতে পারে?
=>চারটি অসমতলীয় ভেক্টর কি সাম্য প্রতিষ্ঠা করতে পারে চিত্র অনুযায়ী \overrightarrow{OA} + \overrightarrow{OC} = \overrightarrow{OB}
আবার, \overrightarrow{OD} + \overrightarrow{OB} = \overrightarrow{OF}    or, \overrightarrow{OD} + \overrightarrow{OA} + \overrightarrow{OC} = \overrightarrow{OF}
এখন \overrightarrow{OF'} = -\overrightarrow{OF}
দেখা যাচ্ছে \overrightarrow{OA},  \overrightarrow{OC} , \overrightarrow{OD}, \overrightarrow{OF'} এরা অসমতলীয়।
তাহলে, \overrightarrow{OA}+ \overrightarrow{OC} +\overrightarrow{OD}+ \overrightarrow{OF'}
= \overrightarrow{OF}+\overrightarrow{OF'}=  0
∴ চারটি অসমতলীয় ভেক্টর সাম্য প্রতিষ্ঠা করতে পারে।
3.5 \overrightarrow{A} = \widehat{i} + 4\widehat{j} + \widehat{k} এবং \overrightarrow{B} = 3\widehat{i} - 5\widehat{j} + \widehat{k} ভেক্টর দুটির লব্ধি ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর নির্ণয় কর।
=> \overrightarrow{C} = \overrightarrow{A} + \overrightarrow{B}   = (\widehat{i} + 4\widehat{j} + \widehat{k}) + (3\widehat{i} - 5\widehat{j} + \widehat{k})  = 4\widehat{i} -\widehat{j} +2 \widehat{k}
\widehat{C} = \frac{\overrightarrow{C}}{C}= \frac{4\widehat{i} - \widehat{j} + 2\widehat{k}}{\sqrt{4^2 + 1^2 + 2^2}} = \frac{4\widehat{i} - \widehat{j} + 2\widehat{k}}{\sqrt{21}}
3.6 দুটি বলের সমষ্টি 18N এবং এদের লব্ধি 12N। যদি লব্ধি ক্ষুদ্রতর বলটির সঙ্গে সমকোণে থাকে তাহলে বলদুটির মান কত হবে?
=> বল দুটি \overrightarrow{{F}_{1}} এবং \overrightarrow{{F}_{2}}    ও  \overrightarrow{{F}_{1}} < \overrightarrow{{F}_{2}} হলে
\overrightarrow{{F}_{1}} + \overrightarrow{{F}_{2}} = 18    ...... (i)
তাহলে, \sqrt{{F^2}_{1} + 2{F}_{1}{F}_{2}\mathrm{\cos}\theta + {F^2}_{2}} = 12   ..... (ii)
আবার, \frac{{F}_{2}\mathrm{\sin}\theta}{{F}_{1} + {F}_{2}\mathrm{\cos}\theta} = tan{90}^0
or, {F}_{1} + {F}_{2}\mathrm{\cos}\theta = 0
or, \mathrm{\cos}\theta = - \frac{{F}_{1}}{{F}_{2}}
(ii) নং সমীকরণের cosθ এর মান বসিয়ে পাই।
{F^2}_{1} + 2{F}_{1}{F}_{2} (- \frac{{F}_{1}}{{F}_{2}}) + {F^2}_{2} = {12}^2
or, {F^2}_{1} - 2{F^2}_{1}  + {F^2}_{2} = 144
or, {F^2}_{2} -{F^2}_{1} = 144
or, ({F}_{2} +{F}_{1})({F}_{2} -{F}_{1}) = 144
or, 18.({F}_{2} -{F}_{1}) = 144       [(i) সমীকরণ থেকে]
or, ({F}_{2} -{F}_{1}) = 8      ..... (iii)
(i) ও (iii) সমাধান করে পাব F1=5N ও F2 =13
3.7 সমমানের দুটি ভেক্টরের লদ্ধি কি ভেক্টরদ্বয়ের একটির সমান হতে পারে?
=>  ধরি \overrightarrow{a}\overrightarrow{b} ভেক্টরদ্বয়ের লব্ধি \overrightarrow{c}
যদি |\overrightarrow{a}|=|\overrightarrow{b}|=|\overrightarrow{c}|=x হয়, তবে
a^2 + 2abcos\theta + b^2 = c^2
or, x^2 + 2xxcos\theta + x^2 = x^2
or, 2x^2cos\theta = - x^2
or, cos\theta = - \frac{1}{2}
or, cos\theta = cos120^0
∴θ = 1200  সমমানের দুটি ভেক্টর যদি 1200 কোণে অবস্থান করে তাহলে তাদের লব্ধি; ভেক্টরদ্বয়ের একটির সমান হবে।
3.8  \widehat{i} + \widehat{j} বরাবর \overrightarrow{A} = 2\widehat{i} + 3\widehat{j} ভেক্টরের উপাংশ নির্ণয় করো।
=> \overrightarrow{A} = 2\widehat{i} + 3\widehat{j}    ∴ A= \sqrt{2^2 + 3^2} = 5
\widehat{i} + \widehat{j} বরাবর একক ভেক্টর \frac{\widehat{i} + \widehat{j}}{\sqrt{1^2+1^2}} = \frac{\widehat{i} + \widehat{j}}{\sqrt{2}}
\widehat{i} + \widehat{j} বরাবর \overrightarrow{A} এর উপাংশ A\frac{\widehat{i} + \widehat{j}}{\sqrt{2}} = \frac{5}{\sqrt{2}}(\widehat{i} + \widehat{j})

SHARE

Related Posts

ডপলার ক্রিয়া- যখন পর্যবেক্ষক স্থির উৎস গতিশীল

NOTES-শব্দের ডপলার ক্রিয়া (Doppler effect of sound) class 11

শব্দের ডপলার ক্রিয়া অধ্যায়ের সংক্ষিপ্ত আলোচনার জন্য এখানে ক্লিক করো শব্দের ডপলার ক্রিয়া অধ্যায়ের সংক্ষিপ্ত আলোচনার জন্য এখানে ক্লিক করো শব্দের ডপলার ক্রিয়া অধ্যায়ের সংক্ষিপ্ত আলোচনার জন্য এখানে…

Class 11- ডপলার ক্রিয়া

তরঙ্গ-উৎস ও পর্যবেক্ষকের মধ্যে আপেক্ষিক বেগ থাকে তখন পর্যবেক্ষক প্রকৃত কম্পাঙ্কের চেয়ে ভিন্ন কম্পাঙ্ক অনুভব করে। এই ঘটনাটি হল ডপলার ক্রিয়া (doppler effect)। যখন পর্যবেক্ষক গতিশীল উৎস স্থির-…

7.5 কঠিন ও তরল পদার্থের প্রসারণ

3.1 একটি ধাতব সেকেন্ড দোলক ঘড়ি 200C উষ্ণতায় সঠিক পাঠ দেয়। যদি কোন নির্দিষ্ট দিনে দোলক ঘড়িটি 15s স্লো যায় তাহলে ওই দিনের তাপমাত্রা কত হবে? (দোলক ঘড়ির…

7.1 স্থিতিস্থাপকতা

1.1 সিলিং থেকে ঝোলনো একটি তারকে নিম্নমুখী বল দিয়ে টানলে তারের দৈর্ঘ্য হয় বল দিয়ে টানলে তারের দৈর্ঘ্য হয় । তাহলে তারের প্রকৃত দৈর্ঘ্য কত? ইয়ং গুণাঙ্ক, ।…

দৃঢ় বস্তুর ঘূর্ণন

দৃঢ় বস্তুর ঘূর্ণন

1. “m” গ্রাম ভরের তিনটি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ ∆ABC – এর তিনটি শীর্ষ আছে। ABC তলে AB এর লম্ব দিকে AX এর সাপেক্ষে তন্ত্রটির জড়তা ভ্রামক…

ঘর্ষণ (Friction)

1.1 একটি বস্তু θ নতিকোণবিশিষ্ট একটি নততল বরাবর নেমে আসছে। নামার সময় ঘর্ষণ গুণাঙ্ক μ দূরত্বের সঙ্গে সমানুপাতিক (μ=kx) বস্তুটি নততল বরাবর নেমে আসবে (A) স্থির ত্বরণ gsinθ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!