আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ কী?
এর কারণগুলি হল-
(i) আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরা হয় যে গ্যাসের অণুগুলির আয়তন পাত্রের তুলনায় নগণ্য। কিন্তু সূক্ষ্মভাবে বিচার করলে দেখা যাবে অণুগুলির আয়তন কিছুটা হলেও আছে। তাই যখন গ্যাসের ঘনত্ব বেশি হয় তখন অণুর আয়তন উপেক্ষা করা যায় না।
(ii) গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে কোনো রকম আকর্ষণ বল অনুভব করে না। কিন্তু অণুগুলি নিজেদের মধ্যে এবং পাত্রের দেয়ালের সঙ্গে সামান্য হলেও আকর্ষণ বল অনুভব করে। যার জন্য গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালে কিছুটা কম চাপ প্রয়োগ করে।
তবে নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে।
গ্যাসের অচরণ অধ্যায়ের অন্যান্য প্রশ্নোত্তরের জন্য এখানে ক্লিক করুন।