Table of Contents
Toggleকঠিনের প্রসারণ
1. সূচনা-
বস্তুতে তাপ প্রয়োগ করলে বস্তুতে অবস্থিত অণুগুলির আরো বেশি গতিশীল বা কম্পনশীল হয়ে যায়। এর জন্য বস্তুর আরো বেশি জায়গার প্রয়োজন হয়। তাই বস্তুর আকারের পরিবর্তন হয়।
তাপ প্রয়োগের ফলে কঠিন, তরল, গ্যাসীয়-সকল পদার্থেরই প্রসারণ ঘটে। কঠিন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তনের প্রসারণ ঘটে। তরল ও গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আয়তন প্রসারণকে ধরা হয়।
2. কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক
ধরি, l_1 দৈর্ঘ্যের একটি বস্তু রয়েছে যার উষ্ণতা \theta_1। তাপ প্রয়োগ করে এর অন্তিম উষ্ণতা হল \theta_2 এবং দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হয় l_2। দৈর্ঘ্য বৃদ্ধি =l_2-l_1 ও উষ্ণতা বৃদ্ধি = \theta_2-\theta_1=\theta।
পরীক্ষা করে দেখা যায়,
i) প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্য বৃদ্ধি সমানুপাতী। অর্থাৎ
l_2-l_1\propto l_1
ii) উষ্ণতা বৃদ্ধির সঙ্গে দৈর্ঘ্য বৃদ্ধি সমানুপাতী। অর্থাৎ
l_2-l_1\propto\theta
সমীকরণ দুটি সমন্বয় করে পাই-
l_2-l_1=\alpha l_1\theta (1)
\alpha-কে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে।
(1) নং সমীকরণ থেকে পাই-
\alpha=\frac{l_2-l_1}{l_1\theta} (2)
(1) নং সমীকরণ থেকে পাই-
l_2=l_1+\alpha l_1\theta or, l_2=l_1(1+\alpha\theta) (3)
দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক-এর সংজ্ঞা-
l_1=1, \theta_2-\theta_1=\theta=1 হলে \alpha=l_2-l_1
তাহলে সংজ্ঞা হবে,
একক দৈর্ঘ্যের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধিতে বস্তুটির যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে তাকে ওই বস্তুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে।
SI-একক
{(l}_2-l_1) ও l_1 -এর SI একক m, \theta-এর SI একক K।
\alpha-এর SI একক \frac{m}{m.K}=K^{-1}
CGS-একক
{(l}_2-l_1) ও l_1 -এর CGS একক cm, \theta-এর CGS একক \degree C।
\alpha-এর CGS একক \frac{cm}{cm.\degree C}=\degree C^{-1}
মাত্রা
{(l}_2-l_1) ও l_1-এর মাত্রা [L], \theta-এর মাত্রা [\theta]
\alpha-এর মাত্রা [\frac{L}{L.\theta}] = [\theta^{-1}]
2. কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক
ধরি, S_1 ক্ষেত্রফলের একটি বস্তু রয়েছে যার উষ্ণতা \theta_1। তাপ প্রয়োগ করে এর অন্তিম উষ্ণতা হল \theta_2 এবং ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে হয় S_2। ক্ষেত্রফল বৃদ্ধি =S_2-S_1 ও উষ্ণতা বৃদ্ধি = \theta_2-\theta_1=\theta।
পরীক্ষা করে দেখা যায়,
i) প্রাথমিক ক্ষেত্রফলের সঙ্গে ক্ষেত্রফল বৃদ্ধি সমানুপাতী। অর্থাৎ
S_2-S_1\propto S_1
ii) উষ্ণতা বৃদ্ধির সঙ্গে ক্ষেত্রফল বৃদ্ধি সমানুপাতী। অর্থাৎ
S_2-S_1 \propto \theta
সমীকরণ দুটি সমন্বয় করে পাই-
S_2-S_1=\beta S_1\theta (4)
\beta-কে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বলে।
(4) নং সমীকরণ থেকে পাই-
\beta=\frac{S_2-S_1}{S_1\theta} (5)
4) নং সমীকরণ থেকে পাই-
S_2=S_1+\beta S_1\theta
or, S_2=S_1(1+\beta\theta) (6)
ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক-এর সংজ্ঞা-
S_1=1, \theta_2-\theta_1=\theta=1 হলে \beta=S_2-S_1
তাহলে সংজ্ঞা হবে,
একক ক্ষেত্রফলের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধিতে বস্তুটির যে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি ঘটে তাকে ওই বস্তুর ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বলে।
SI-একক
{(S}_2-S_1) ও S_1 -এর SI একক m^2, \theta-এর SI একক K।
\beta-এর SI একক \frac{m^2}{m^2.K}=K^{-1}
CGS-একক
{(S}_2-S_1) ও S_1 -এর CGS একক cm^2, \theta-এর CGS একক \degree C।
\beta-এর SI একক \frac{cm^2}{cm^2.\degree C}=\degree C^{-1}
মাত্রা
{(S}_2-S_1) ও S_1-এর মাত্রা [L^2], \theta-এর মাত্রা [\theta]
\beta-এর মাত্রা [\frac{L^2}{L^2.\theta}]=[\theta^{-1}]
4. কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক
ধরি, V_1 আয়তনের একটি বস্তু রয়েছে যার উষ্ণতা \theta_1। তাপ প্রয়োগ করে এর অন্তিম উষ্ণতা হল \theta_2 এবং আয়তন বৃদ্ধি পেয়ে হয় V_2। আয়তন বৃদ্ধি =V_2-V_1 ও উষ্ণতা বৃদ্ধি = \theta_2-\theta_1=\theta।
পরীক্ষা করে দেখা যায়,
i) প্রাথমিক আয়তনের সঙ্গে আয়তন বৃদ্ধি সমানুপাতী। অর্থাৎ
V_2-V_1\propto V_1
ii) উষ্ণতা বৃদ্ধির সঙ্গে আয়তন বৃদ্ধি সমানুপাতী। অর্থাৎ
V_2-V_1\propto\theta
সমীকরণ দুটি সমন্বয় করে পাই-
V_2-V_1=\gamma V_1\theta (7)
\gamma-কে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে।
(7) নং সমীকরণ থেকে পাই-
\gamma=\frac{V_2-V_1}{V_1\theta} (8)
(7) নং সমীকরণ থেকে পাই-V_2=V_1+\gamma V_1\theta
or, V_2=V_1(1+\gamma\theta) (9)
আয়তন প্রসারণ গুণাঙ্ক-এর সংজ্ঞা-
V_1=1, \theta_2-\theta_1=\theta=1 হলে \gamma=S_2-S_1
তাহলে সংজ্ঞা হবে,
একক আয়তনের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধিতে বস্তুটির যে পরিমাণ আয়তন বৃদ্ধি ঘটে তাকে ওই বস্তুর আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে।
SI-একক
{(V}_2-V_1) ও V_1 -এর SI একক m^3, \theta-এর SI একক K।
\gamma-এর SI একক \frac{m^3}{m^3.K}=K^{-1}
CGS-একক
{(V}_2-V_1) ও V_1 -এর CGS একক cm^3, \theta-এর CGS একক \degree C।
\gamma-এর SI একক \frac{cm^3}{cm^3.\degree C}=\degree C^{-1}
মাত্রা
{(V}_2-V_1) ও V_1-এর মাত্রা [L^3], \thetaএর মাত্রা [\theta]
\gamma-এর মাত্রা [\frac{L^3}{L^3.\theta}] = [\theta^{-1}]
5. কয়েকটি পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক
পদার্থ | α(×10-6/ºC) | পদার্থ | α(×10-6/ºC) |
পিতল | 19 | প্লাটিনাম | 3.2 |
লোহা | 12 | অ্যালুমিনিয়াম | 23 |
সোনা | 14 | পাইরেক্স কাচ | 3.2 |
তামা | 17 | ||
ইনভার | 0.7 |
6. দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্ক-এর মধ্যে সম্পর্ক
ধরি, একটি ঘনকের প্রাথমিক দৈর্ঘ্য l_1। \theta পরিমাণ উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্য হয় l_2
দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক \alpha হলে, l_2=l_1(1+\alpha\theta) (10)
or, (l_2)^2=(l_1)^2 (1+\alpha \theta)^2 [উভয় পাশে বর্গ করে পাই]
or, S_2=S_1(1+2\alpha \theta+\alpha^2 \theta^2) (11)
যেখানে S_1=(l_1)^2= প্রতি তলের প্রাথমিক ক্ষেত্রফল, S_2=(l_2)^2= প্রতি তলের অন্তিম ক্ষেত্রফল]
(11) নং সমীকরণটিকে লেখা যাবে-
or, S_2\approx S_1 (1+2\alpha\theta) [\alpha<1 হওয়ায় এর উচ্চঘাত উপেক্ষিত]
কিন্তু, S_2=S_1 (1+\beta\theta) [\beta= ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক]
S_2-এর মান তুলনা করে পাই- \beta=2\alpha
or, \alpha=\frac{\beta}{2}
আবার, l_2=l_1(1+\alpha\theta)
or, (l_2)^3=(l_1)^3 (1+\alpha\theta)^3 [উভয় পাশে ঘন করে পাই]
or, V_2=V_1 (1+3\alpha\theta+3\alpha^2\ \theta^2+\alpha^3\ \theta^3) (12)
যেখানে, V_1=(l_1)^3= প্রাথমিক আয়তন, V_2=(l_2)^3= অন্তিম আয়তন]
(12) নং সমীকরণটিকে লেখা যাবে-
V_2 \approx V_1 (1+3\alpha\theta) [\alpha<1 হওয়ায় এর উচ্চঘাত উপেক্ষিত]
কিন্তু V_2=V_1 (1+\gamma\theta)
V_2-এর মান তুলনা করে পাই- \gamma=3\alpha or, \alpha=\frac{\gamma}{3}
∴\alpha=\frac{\beta}{2}=\frac{\gamma}{3}