CLASS-X

কঠিনের প্রসারণ

SHARE

কঠিনের প্রসারণ

1. সূচনা-

বস্তুতে তাপ প্রয়োগ করলে  বস্তুতে অবস্থিত  অণুগুলির আরো বেশি গতিশীল বা কম্পনশীল হয়ে যায়। এর জন্য বস্তুর আরো বেশি জায়গার প্রয়োজন হয়।  তাই বস্তুর আকারের পরিবর্তন হয়।

তাপ প্রয়োগের ফলে কঠিন, তরল, গ্যাসীয়-সকল পদার্থেরই প্রসারণ ঘটে। কঠিন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তনের প্রসারণ ঘটে। তরল ও গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আয়তন প্রসারণকে ধরা হয়।

2. কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক

কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক- কঠিনের প্রসারণ- তাপের ঘটনাসমূহ নোটস্‌

ধরি, l_1 দৈর্ঘ্যের একটি বস্তু রয়েছে যার উষ্ণতা \theta_1। তাপ প্রয়োগ করে এর অন্তিম উষ্ণতা হল \theta_2 এবং দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হয় l_2। দৈর্ঘ্য বৃদ্ধি =l_2-l_1 ও উষ্ণতা বৃদ্ধি = \theta_2-\theta_1=\theta

পরীক্ষা করে দেখা যায়,
i) প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্য বৃদ্ধি সমানুপাতী। অর্থাৎ
l_2-l_1\propto l_1
ii) উষ্ণতা বৃদ্ধির সঙ্গে দৈর্ঘ্য বৃদ্ধি সমানুপাতী। অর্থাৎ
l_2-l_1\propto\theta
সমীকরণ দুটি সমন্বয় করে পাই-
l_2-l_1=\alpha l_1\theta         (1)

\alpha-কে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে।
(1) নং সমীকরণ থেকে পাই-
\alpha=\frac{l_2-l_1}{l_1\theta}        (2)
(1) নং সমীকরণ থেকে পাই-
l_2=l_1+\alpha l_1\theta     or, l_2=l_1(1+\alpha\theta)              (3)  

দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক-এর সংজ্ঞা-
l_1=1, \theta_2-\theta_1=\theta=1 হলে \alpha=l_2-l_1

তাহলে সংজ্ঞা হবে,
একক দৈর্ঘ্যের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধিতে বস্তুটির যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে তাকে ওই বস্তুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে।

SI-একক
{(l}_2-l_1)l_1 -এর SI একক m, \theta-এর SI একক K।
\alpha-এর SI একক \frac{m}{m.K}=K^{-1}

CGS-একক
{(l}_2-l_1)l_1 -এর CGS একক cm, \theta-এর CGS একক \degree C
\alpha-এর CGS একক \frac{cm}{cm.\degree C}=\degree C^{-1}

মাত্রা
{(l}_2-l_1)l_1-এর মাত্রা [L], \theta-এর মাত্রা [\theta]
\alpha-এর মাত্রা [\frac{L}{L.\theta}] = [\theta^{-1}]

2. কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক

কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক- কঠিনের প্রসারণ- তাপের ঘটনাসমূহ নোটস্‌

ধরি, S_1 ক্ষেত্রফলের একটি বস্তু রয়েছে যার উষ্ণতা \theta_1। তাপ প্রয়োগ করে এর অন্তিম উষ্ণতা হল \theta_2 এবং ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে হয় S_2। ক্ষেত্রফল বৃদ্ধি =S_2-S_1 ও উষ্ণতা বৃদ্ধি = \theta_2-\theta_1=\theta

পরীক্ষা করে দেখা যায়,
i) প্রাথমিক ক্ষেত্রফলের সঙ্গে ক্ষেত্রফল বৃদ্ধি সমানুপাতী। অর্থাৎ
S_2-S_1\propto S_1
ii) উষ্ণতা বৃদ্ধির সঙ্গে ক্ষেত্রফল বৃদ্ধি সমানুপাতী। অর্থাৎ
S_2-S_1 \propto \theta
সমীকরণ দুটি সমন্বয় করে পাই-
S_2-S_1=\beta S_1\theta                     (4)

\beta-কে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বলে।

(4) নং সমীকরণ থেকে পাই-
\beta=\frac{S_2-S_1}{S_1\theta}        (5)

4) নং সমীকরণ থেকে পাই-
S_2=S_1+\beta S_1\theta
or, S_2=S_1(1+\beta\theta)                (6)  

ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক-এর সংজ্ঞা-

S_1=1, \theta_2-\theta_1=\theta=1 হলে \beta=S_2-S_1

তাহলে সংজ্ঞা হবে,
একক ক্ষেত্রফলের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধিতে বস্তুটির যে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি ঘটে তাকে ওই বস্তুর ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বলে।

SI-একক
{(S}_2-S_1) S_1 -এর SI একক m^2, \theta-এর SI একক K।
\beta-এর SI একক \frac{m^2}{m^2.K}=K^{-1}

CGS-একক
{(S}_2-S_1)S_1 -এর CGS একক cm^2, \theta-এর CGS একক \degree C
\beta-এর SI একক \frac{cm^2}{cm^2.\degree C}=\degree C^{-1}

মাত্রা
{(S}_2-S_1)S_1-এর মাত্রা [L^2], \theta-এর মাত্রা [\theta]
\beta-এর মাত্রা [\frac{L^2}{L^2.\theta}]=[\theta^{-1}]

4. কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক

কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক- কঠিনের প্রসারণ- তাপের ঘটনাসমূহ নোটস্‌

ধরি, V_1 আয়তনের একটি বস্তু রয়েছে যার উষ্ণতা \theta_1। তাপ প্রয়োগ করে এর অন্তিম উষ্ণতা হল \theta_2 এবং আয়তন বৃদ্ধি পেয়ে হয় V_2। আয়তন বৃদ্ধি =V_2-V_1 ও উষ্ণতা বৃদ্ধি = \theta_2-\theta_1=\theta

পরীক্ষা করে দেখা যায়,
i) প্রাথমিক আয়তনের সঙ্গে আয়তন বৃদ্ধি সমানুপাতী। অর্থাৎ
V_2-V_1\propto V_1
ii) উষ্ণতা বৃদ্ধির সঙ্গে আয়তন বৃদ্ধি সমানুপাতী। অর্থাৎ
V_2-V_1\propto\theta
সমীকরণ দুটি সমন্বয় করে পাই-
V_2-V_1=\gamma V_1\theta         (7)

\gamma-কে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে।

 (7) নং সমীকরণ থেকে পাই-
\gamma=\frac{V_2-V_1}{V_1\theta}        (8)

(7) নং সমীকরণ থেকে পাই-V_2=V_1+\gamma V_1\theta
or, V_2=V_1(1+\gamma\theta)            (9)  

আয়তন প্রসারণ গুণাঙ্ক-এর সংজ্ঞা-
 V_1=1, \theta_2-\theta_1=\theta=1 হলে \gamma=S_2-S_1

তাহলে সংজ্ঞা হবে,
একক আয়তনের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধিতে বস্তুটির যে পরিমাণ আয়তন বৃদ্ধি ঘটে তাকে ওই বস্তুর আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে।

SI-একক
{(V}_2-V_1)V_1 -এর SI একক m^3, \theta-এর SI একক K।
\gamma-এর SI একক \frac{m^3}{m^3.K}=K^{-1}

CGS-একক
{(V}_2-V_1)V_1 -এর CGS একক cm^3, \theta-এর CGS একক \degree C
\gamma-এর SI একক \frac{cm^3}{cm^3.\degree C}=\degree C^{-1}

মাত্রা
{(V}_2-V_1)V_1-এর মাত্রা [L^3], \thetaএর মাত্রা [\theta]
\gamma
-এর মাত্রা [\frac{L^3}{L^3.\theta}] = [\theta^{-1}]

5. কয়েকটি পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক

পদার্থ α(×10-6/ºC) পদার্থ α(×10-6/ºC)
পিতল 19 প্লাটিনাম 3.2
লোহা 12 অ্যালুমিনিয়াম 23
সোনা 14 পাইরেক্স কাচ 3.2
তামা 17
ইনভার 0.7

 

6. দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্ক-এর মধ্যে সম্পর্ক

ধরি, একটি ঘনকের প্রাথমিক দৈর্ঘ্য l_1।  \theta পরিমাণ উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্য হয় l_2
দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক \alpha হলে,  l_2=l_1(1+\alpha\theta)            (10)
or, (l_2)^2=(l_1)^2 (1+\alpha \theta)^2 [উভয় পাশে বর্গ করে পাই]
or, S_2=S_1(1+2\alpha \theta+\alpha^2 \theta^2)                              (11)
যেখানে S_1=(l_1)^2= প্রতি তলের প্রাথমিক ক্ষেত্রফল,  S_2=(l_2)^2= প্রতি তলের অন্তিম ক্ষেত্রফল]
(11) নং সমীকরণটিকে লেখা যাবে-
or, S_2\approx S_1 (1+2\alpha\theta) [\alpha<1 হওয়ায় এর উচ্চঘাত উপেক্ষিত]
কিন্তু, S_2=S_1 (1+\beta\theta)  [\beta= ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক]
S_2-এর মান তুলনা করে পাই- \beta=2\alpha
or, \alpha=\frac{\beta}{2}
আবার, l_2=l_1(1+\alpha\theta)
or, (l_2)^3=(l_1)^3 (1+\alpha\theta)^3 [উভয় পাশে ঘন করে পাই]
or, V_2=V_1 (1+3\alpha\theta+3\alpha^2\ \theta^2+\alpha^3\ \theta^3)     (12)
যেখানে, V_1=(l_1)^3= প্রাথমিক আয়তন, V_2=(l_2)^3= অন্তিম আয়তন]
(12) নং সমীকরণটিকে লেখা যাবে-
V_2 \approx V_1 (1+3\alpha\theta) [\alpha<1 হওয়ায় এর উচ্চঘাত উপেক্ষিত]
কিন্তু V_2=V_1 (1+\gamma\theta)
V_2-এর মান তুলনা করে পাই- \gamma=3\alpha  or, \alpha=\frac{\gamma}{3}

\alpha=\frac{\beta}{2}=\frac{\gamma}{3}

SHARE

Related Posts

আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ কী?

এর কারণগুলি হল- (i) আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরা হয় যে গ্যাসের অণুগুলির আয়তন পাত্রের তুলনায় নগণ্য।  কিন্তু সূক্ষ্মভাবে বিচার করলে দেখা যাবে  অণুগুলির আয়তন কিছুটা হলেও আছে। তাই…

রাসায়নিক বন্ধন Notes Class 10-NaCl অনুর অস্তিত্ব নেই কেন?

NaCl অনুর অস্তিত্ব নেই কেন?

  একটি তড়িৎযোজী যৌগ। সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে ও ক্লোরিন পরমাণু সেই ইলেকট্রন গ্রহণ করে তৈরি করে। যা তীব্র তড়িৎ আকর্ষণ বলের জন্য কাছাকাছি অবস্থান করে।…

 হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন?

 হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন?

 হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? => মেন্ডেলিফ পর্যায় সারণিতে হাইড্রোজেনকে বসানোর সময় লক্ষ্য করেন যে এই মৌলটির কিছু ধর্ম Gr-IA এবং Gr-VIIB (হ্যালোজেন) এর সঙ্গে মিলে যায়।…

দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্ক-এর মধ্যে সম্পর্ক নির্ণয় কর।

দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্ক-এর মধ্যে সম্পর্ক নির্ণয় কর।

ধরি,একটি ঘনকের প্রাথমিক দৈর্ঘ্য ।  θ পরিমাণ উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্য হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক α হলে,                                  (1) or, [উভয় পাশে বর্গ করে পাই] or,      …

রাসায়নিক বন্ধন Notes Class 10-NaCl অনুর অস্তিত্ব নেই কেন?

রাসায়নিক বন্ধন Notes Class 10

রাসায়নিক বন্ধন এই মহাবিশ্বে যতগুলি মৌল রয়েছে তাদের মধ্যে নিষ্ক্রিয় মৌলগুলির কক্ষপথে সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন থাকে। এই অবস্থায় মৌলগুলি সর্বনিম্ন শক্তিস্তরে অবস্থান করে।    অন্যান্য মৌলগুলিও ইলেকট্রন গ্রহণ,…

আলো Class 10 Notes প্রতিসরণ অংশ part 2

আলো Class 10 Notes প্রতিসরণ অংশ part 2

4. আলোর প্রতিসরণ- আলো তির্যকভাবে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে আলোকরশ্মির গতির অভিমুখের পরিবর্তন হয়। এই ঘটনাকে প্রতিসরণ বলে।  যে মাধ্যমে আলোর বেগ বেশি হয় তাকে লঘু…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!