CLASS-X

চল তড়িৎ-Class 10- গাণিতিক প্রশ্ন

SHARE

চল তড়িৎ-দশম শ্রেণি- গাণিতিক প্রশ্ন

1. 10 Ω রোধের একটি তারকে সমান দুই টুকরো করে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে?
=> প্রতি টুকরোর রোধ, \frac{10\;\Omega}{2}=5Ω
এদের সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ R হলে,
\frac{1}{R}=\frac{1}{5}+\frac{1}{5}
or, \frac{1}{R}=\frac{2}{5}
or, R=\frac{5}{2}=2.5 Ω

2. দুটি রোধের শ্রেণীতে ও সমান্তরালে তুল্য রোধ 12 Ω ও \frac{5}{3}Ω হলে, রোধ দুটি কত?
=> ধরি, রোধগুলি  R_1R_2 (R_1>R_2)
R_1+R_2=12     (1)
or, \frac{1}{{R}_{1}} + {\frac{1}{R}}_{2} = \frac{3}{5}
or,  \frac{R_2+R_1}{R_1 R_2}=\frac{3}{5}
or, \frac{12}{R_1 R_2}=\frac{3}{5}
or,  R_1 R_2=\frac{12 \times 5}{3}
or, R_1 R_2=20
or, \frac{(R_1+R_2)^2}{4}  -\frac{(R_1-R_2)^2}{4}=20
or,\frac{12^2}{4}-\frac{(R_1-R_2)^2}{4}=20
or, 36-\frac{(R_1-R_2)^2}{4}=20
or, \frac{(R_1-R_2)^2}{4}=36-20
or, (R_1-R_2)^2=4\times16
or,R_1-R_2=2×4=8       (2)
(1)+(2) করে পাই, 2R_1=20  \therefore R_1=10Ω
(1) নং সমীকরণে R_1 এর মান বসাই
12+R_2=20
or, R_2=20-12=8Ω

3. একটি কোশের তড়িৎচালক বল 2 ভোল্ট। একে 15 ওহম রোধের সাথে যুক্ত করলে বিভব পার্থক্য হয় 1.5 ভোল্ট। কোশটির নষ্ট ভোল্টের মান কত ও তড়িৎ প্রবাহ মাত্রার মান কত?

চল তড়িৎ=> IR=1.5  or, I\times15=1.5      or, I=\frac{1.5}{15}A=0.1A (Ans.)
আবার, E=I(R+r)
or,  E=IR+Ir
or,  2=1.5+Ir
or, Ir=2-1.5=0.5 V = নষ্ট ভোল্ট (Ans.)

4. 1.08 ভোল্ট EMF -এর একটি তড়িৎকোশকে কোনো বর্তনীতে যুক্ত করলে 0.5 A  প্রবাহমাত্রা চলে এবং বহিঃবর্তনীর রোধের প্রান্তীয় বিভব প্রভেদ 0.78  ভোল্ট হয়।  তড়িৎকোশের অভ্যন্তরীণ রোধ কত?
=> E=1.08 volt,     I=0.5 A,     V=0.78 volt,    r=??
আমরা জানি, E=V+Ir
or, 1.08=0.78+0.5r
or, o.5r=1.08-0.78
or, r=\frac{0.3}{0.5}=6Ω

5. 4Ω, 6Ω ও 8Ω রোজ তিনটিকে শ্রেণী সমবায় যুক্ত করে তাদের দুই প্রান্তে 18 volt বিভব প্রয়োগ করলে প্রতি তারে প্রবাহমাত্রা কত?
=> শ্রেণি সমবায়ে তুল্য রোধ= R= (4+6+8)Ω=18 Ω। শ্রেণি সমবায়ে প্রতিটি তারে একই তড়িৎ প্রবাহিত হবে। এর মান,I=\frac{V}{R}=\frac{18}{18}A=1A

6. 200V-400W ও 200V-800W এই এই দুটি বৈদ্যুতিক বাতির কোনটির ফিলামেন্ট বেশি মোটা?
=> R=\frac{V^2}{P}
\therefore R_1:R_2= \frac{V^2}{P_1}:\frac{V^2}{P_2}=\frac{200^2}{400}:\frac{200^2}{800}= 1:\frac{1}{2}=2:1
প্রথম বাতিটির রোধ বেশি। কিন্তু তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে রোধ কমে(R \propto \frac{1}{A})। সুতরাং, দ্বিতীয় বাতিটির মোটা বেশি।

7. 220V-60W ও 110V-60W দুটি বাতির রোধের অনুপাত কত?
=> রোধ R=\frac{V^2}{P}
রোধের অনুপাত  R1:R2
=\frac{V_1^2}{P_1}:\frac{V_1^2}{P_1}:
=\frac{220^2}{60}:\frac{110^2}{P_1}:
=22×22:11×11
=4:1

8. একটি বাড়িতে দুটি 60W বাতি এবং দুটি 80W পাখা আছে । বাতি ও পাখা গুলি যথাক্রমে দৈনিক 5 ঘন্টা ও 10 ঘন্টা ধরে চলে।  প্রতি ইউনিটের দাম 4 টাকা হলে এক মাসে কত খরচ হবে?
=>

বৈদ্যুতিক যন্ত্র সংখ্যা(n) ক্ষমতা(P) [W এককে] দৈনিক চলার সময়(t) [h এককে] দৈনিক শক্তি ব্যয় (nPt) [Wh এককে]
বাতি 2 60 5 2×60×5=600
পাখা 2 80 10 2×80×10=1600

দৈনিক মোট শক্তি ব্যয়= (600+1600) W=2200 W।
মাসে মোট শক্তি ব্যয় 2200 W×30 h=66000 Wh=6.6 kWh=66 BOT
66 BOT এর দাম= 66×4 টাকা=264 টাকা

9. 220V-60W ও 220V-40W দুটি বালবকে 220V এর সঙ্গে সমান্তরালে যুক্ত করলে কোন বালবটি অধিকতর উজ্জ্বলতায় জ্বলবে?
=> চল তড়িৎ-দশম শ্রেণি 220V-60W ও 220V-40W দুটি বালবকে 220V এর সঙ্গে সমান্তরালে যুক্ত করলে কোন বালবটি অধিকতর উজ্জ্বলতায় জ্বলবে?
বালব দুটি সমান্তরাল সমবায়ে থাকায় উভয় বালবেই বিভব থাকবে 220V। সেজন্য দুটি বালব সর্বোচ্চ ক্ষমতায় চলবে। তাই এক্ষেত্রে 60W সম্পন্ন বালবটি বেশি উজ্জ্বলতায় জ্বলবে।

 10. 220V-60W ও 220V-40W দুটি বালবকে 220V এর সঙ্গে শ্রেণি সমবায়ে যুক্ত করলে কোন বালবটি অধিকতর উজ্জ্বলতায় জ্বলবে?
=> 220V-60W ও 220V-40W দুটি বালবকে 220V এর সঙ্গে শ্রেণি সমবায়ে যুক্ত করলে কোন বালবটি অধিকতর উজ্জ্বলতায় জ্বলবে?60W=P1, 40W=P2, 220volt= V
বালব দুটি শ্রেণি সমবায়ে থাকায় উভয় বালব দিয়ে সমপরিমাণ তড়িৎ প্রবাহ যাবে।
60W ক্ষমতার বলবের রোধ R1= \frac{V^2}{P_1}Ω
40W ক্ষমতার বলবের রোধ R2= \frac{V^2}{P_2}Ω
তুল্য রোধ ,R=(\frac{V^2}{P_1}+\frac{V^2}{P_2})Ω=V^2(\frac{1}{P_1}+\frac{1}{P_2})Ω=V^2(\frac{P_2+P_1}{P_1P_2})Ω
প্রবাহমাত্রা I=\frac{V}{R}=\frac{V}{V^2(\frac{P_2+P_1}{P_1P_2})}Ω=\frac{P_1P_2}{V(P_1+P_2)}
শ্রেণি সমবায়ে 60W ক্ষমতা সম্পন্ন বালবটির ক্ষমতা হবে I^2R_1=\frac{P_1^2P_2^2}{V^2(P_1+P_2)^2}.\frac{V^2}{P_1}=\frac{P_1P_2^2}{(P_1+P_2)^2}=P1'
শ্রেণি সমবায়ে 40W ক্ষমতা সম্পন্ন বালবটির ক্ষমতা হবে I^2R_2=\frac{P_1^2P_2^2}{V^2(P_1+P_2)^2}.\frac{V^2}{P_2}=\frac{P_1^2P_2}{(P_1+P_2)^2}=P2'
এখন, P1' : P2'=\frac{P_1P_2^2}{(P_1+P_2)^2}:\frac{P_1^2P_2}{(P_1+P_2)^2}=P_2:P_1=40:60=2:3
∴40W বালবটি বেশি উজ্জ্বলতায় জ্বলবে।

11. প্রদত্ত চিত্রের, A ও B বিন্দুর মধ্যে তুল্য রোধ কত?
প্রদত্ত চিত্রের, A ও B বিন্দুর মধ্যে তুল্য রোধ কত?
=> A ও B' প্রান্তের মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে গেলে A'E ও DB' দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। তাহলে বর্তনীটি হবে নিম্নরূপ।
প্রদত্ত চিত্রের, A ও B বিন্দুর মধ্যে তুল্য রোধ কত?
CD ও EF শ্রেণি সমবায়ে আছে। তাই CDF বরাবর তুল্য রোধ হবে (10+10)Ω =20Ω।
একইভাবে, CEF বরাবর তুল্য রোধ হবে 20Ω।
এখন বর্তনী হবে নিম্নরূপ-
প্রদত্ত চিত্রের, A ও B বিন্দুর মধ্যে তুল্য রোধ কত?C,F-এর মধ্য দুটি 20Ω রোধ সমান্তরাল সমবায়ে আছে। এই দুই প্রান্তের তুল্য R' হলে-
\frac{1}{R'}=\frac{1}{20}+\frac{1}{20}
or, \frac{1}{R'}=\frac{2}{20}
or. R'=10Ω
এখন তুল্য বর্তনীর চিত্র হবে নিম্নরূপ-
AC, CF ও FB শ্রেণি সমবায়ে থাকায় A ও B প্রান্তের তুল্য রোধ- (10+10+10)Ω =30Ω

12. A ও B দুটি সমান দৈর্ঘ্যের তারের ব্যাসের অনুপাত 4:3  এবং রোধাঙ্কের অনুপাত 8:5। এখন তার দুটিকে শ্রেণী সমবায়ের একটি তড়িৎকোশের সঙ্গে যুক্ত করলে,  তার দুটির মধ্যে উৎপন্ন তাপের অনুপাত নির্ণয় করো।
=> তারের ব্যাসের অনুপাত = ব্যাসার্ধের অনুপাত
= r_1 :r_2 = 4:3
রোধাঙ্কের অনুপাত \rho_1:\rho_2 =8:5
দুই তারের দৈর্ঘ্য সমান। ধরি এর মান l
রোধের অনুপাত R_1:R_2
=\rho_1\frac{l}{\pi r_1^2}:\rho_2\frac{l}{\pi r_2^2}
= \rho_1\frac{l}{r_1^2}:\rho_2\frac{l}{r_2^2}
= \frac{\rho_1}{\rho_2} \times \frac{r_1^2}{r^2_2}
=\frac{8}{5} \times \frac{3^2}{4^2}
=\frac{\bcancel{8}}{5} \times \frac{9}{\bcancel{16}_{~2}}
=9:10
শ্রেণি সমবায়ে দুই রোধ দিয়ে একই তড়িৎ প্রবাহিত হবে। ধরি, প্রবাহমাত্রা I। t সময়ে তার দুটি দিয়ে উৎপন্ন  তাপের অনুপাত H_1:H_2
=I^2R_1t:I^2R_2 t
=R_1:R_2 =9:10

SHARE

Related Posts

কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক

কঠিনের প্রসারণ

1. সূচনা- বস্তুতে তাপ প্রয়োগ করলে  বস্তুতে অবস্থিত  অণুগুলির আরো বেশি গতিশীল বা কম্পনশীল হয়ে যায়। এর জন্য বস্তুর আরো বেশি জায়গার প্রয়োজন হয়।  তাই বস্তুর আকারের পরিবর্তন…

আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ কী?

এর কারণগুলি হল- (i) আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরা হয় যে গ্যাসের অণুগুলির আয়তন পাত্রের তুলনায় নগণ্য।  কিন্তু সূক্ষ্মভাবে বিচার করলে দেখা যাবে  অণুগুলির আয়তন কিছুটা হলেও আছে। তাই…

রাসায়নিক বন্ধন Notes Class 10-NaCl অনুর অস্তিত্ব নেই কেন?

NaCl অনুর অস্তিত্ব নেই কেন?

  একটি তড়িৎযোজী যৌগ। সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে ও ক্লোরিন পরমাণু সেই ইলেকট্রন গ্রহণ করে তৈরি করে। যা তীব্র তড়িৎ আকর্ষণ বলের জন্য কাছাকাছি অবস্থান করে।…

 হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন?

 হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন?

 হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? => মেন্ডেলিফ পর্যায় সারণিতে হাইড্রোজেনকে বসানোর সময় লক্ষ্য করেন যে এই মৌলটির কিছু ধর্ম Gr-IA এবং Gr-VIIB (হ্যালোজেন) এর সঙ্গে মিলে যায়।…

দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্ক-এর মধ্যে সম্পর্ক নির্ণয় কর।

দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্ক-এর মধ্যে সম্পর্ক নির্ণয় কর।

ধরি,একটি ঘনকের প্রাথমিক দৈর্ঘ্য ।  θ পরিমাণ উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্য হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক α হলে,                                  (1) or, [উভয় পাশে বর্গ করে পাই] or,      …

রাসায়নিক বন্ধন Notes Class 10-NaCl অনুর অস্তিত্ব নেই কেন?

রাসায়নিক বন্ধন Notes Class 10

রাসায়নিক বন্ধন এই মহাবিশ্বে যতগুলি মৌল রয়েছে তাদের মধ্যে নিষ্ক্রিয় মৌলগুলির কক্ষপথে সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন থাকে। এই অবস্থায় মৌলগুলি সর্বনিম্ন শক্তিস্তরে অবস্থান করে।    অন্যান্য মৌলগুলিও ইলেকট্রন গ্রহণ,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!