CLASS-XI

নিউটনের গতিসূত্র

SHARE

1. নিউটনের গতিসূত্র-সঠিক উত্তরটি বেছে নাও

স্মার্টফোন বা মোবাইলে দেখার সুবিধার্থে ফোনটি Landscape বা  Auto rotate করে নিন।

1.1 4 kg, 2 kg ও 1 kg ভরের তিনটি ব্লককে একটি ঘর্ষণহীন তলের ওপর পরস্পরের সংস্পর্শে রাখা আছে। 14 N মানের একটি বল 4 kg ব্লকের ওপর
প্রযুক্ত হল | তাহলে 4 kg ও 2 kg ব্লক দুটির মধ্যে পারস্পরিক সংস্পর্শ বল হবে- A) 4N      B) 6N     C) 8N       D) 10N
ত্বরণ= \frac{14}{4 + 2 + 1}m/ s^2=2m/s2। T1 =(2+1)kg.2m/s2 =6N

1.2 চিত্রে কপিকল এবং সুতোগুলো মসৃণ এবং এদের ভর উপেক্ষণীয়। এই সংস্থাটি সাম্যাবস্থায় থাকলে θ এর মান কত হবে।    A) 00      B) 300     C) 450       D) 600
=> প্রতিটি সুতোয় সমান টান হবে। এর মান T হলে; m ভরের বস্তুগুলির জন্য T=mg
√2m ভরের দুটি সুতোদুটির জন্য;
Tcosθ+Tcosθ = √2mg

or, 2Tcosθ = √2mg
or, Tcosθ = \frac{1}{\sqrt{2}}mg
or, mgcosθ = \frac{1}{\sqrt{2}}mg
or, cosθ= \frac{1}{\sqrt{2}}
∴ θ = 450

1.3 একটি বন্দুক থেকে বুলেট ছোড়া হল। বুলেটের ওপর ক্রিয়াশীল বলটি হল F = 600 - 2 × 105t, যেখানে F নিউটন এককে এবং t সেকেন্ড এককে
প্রকাশিত |বন্দুক থেকে নির্গত হওয়ার পরমুহূর্তে বুলেটের ওপর ক্রিয়াশীল বল শূন্য। বুলেটের ওপর প্রযুক্ত গড় বলের ঘাত- A)  1.8 N.s     B) শূন্য       C) 9N.s      D) 0.9 N.s
=> F = 600 - 2 × 105t । বন্দুক থেকে বুলেট নির্গত হবার পর বল= 0 অর্থাৎ 600 - 2 × 105t = 0 or, t = \frac{600}{2 \times {10}^5}s = 3×10-3s
বলের ঘাত, I= \int Fdt

=\underset{0}{\overset{3 \times {10}^{ - 3}}{\int }}(600 - 2 \times {10}^5t)dt
= {{(600t - 2 \times {10}^5 \times \frac{t^2}{2})}_{0}}^{3 \times {10}^{ - 3}}
=[600 \times 3 \times {10}^{ - 3} - {10}^5 \times (3 \times {10}^{ - 3})^2] - [0 - 0]
=1.8-0.9
=0.9
1.4 w ওজনের এক ব্যক্তি a ত্বরণসহ ঊর্ধবগামী একটি লিফটের ওপর দাঁড়িয়ে আছে। যদি অভিকর্ষজ ত্বরণ g হয় তবে লোকটির আপাত ওজন হবে- (A) w(1 + \frac{a}{g})      (B) w(1 -\frac{a}{g})      (C) w      (D) শূন্য
=>  প্রতিক্রিয়া বল R। ব্যক্তির ভর m =\frac{w}{g}
বলের সমীকরণ-
ma=R-mg
or, R= ma+mg = mg(\frac{a}{g}+1)= w(1+\frac{a}{g})
এটিই আপাত ওজন।
1.5 m ভরের একটি মুক্ত বস্তুকণা ভূমি থেকে স্থির উচ্চতায় একটি অনুভূমিক তলে (xy- তল) x অক্ষ বরাবর গতিশীল ছিল। হঠাৎ বিস্ফোরণের ফলে কণাটি ভেঙ্গে \frac{m}{4} এবং \frac{3m}{4} ভরের দুটি কণা তৈরি হল। এক মুহূর্ত পরে y অক্ষ বরাবর ছোটো কণাটির অবস্থান হল y= +15 cm। ওই মুহূর্তে বড়ো কণাটির অবস্থান হল- (A) -5 cm        (B) +20 cm         (C) +5 cm        (D) -20 cm
=> ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী,
m_1 v_1+m_2 v_2=0
or, m_1 v_1=-m_2 v_2
or, m_1 \frac{y_1}{\cancel{t}}=-m_2 \frac{y_2}{\cancel{t}}
or, \frac{m}{4}.15=-\frac{3m}{4}.y_2
\therefore y_2 = -5 cm
1.6 40 kg ভরসম্পন্ন একটি বাঁদর একটি দড়ি বেয়ে ওপরে ওঠার চেস্টা করছে। দড়িটি সর্বাধিক 600 N টান সহ্য করতে পারে। নিম্নলিখিত কোন্‌ ক্ষেত্রে দড়িটি ছিঁড়ে যাবে?
(A) বাঁদরটি যখন 6 m.s-2 ত্বরণসহ ওপরে উঠতে শুরু করে।
(B) বাঁদরটি যখন 4 m.s-2 ত্বরণসহ ওপরে নীচে নামতে শুরু করে।
(C) বাঁদরটি যখন 5 m.s-1 সুষম বেগে ওপরে উঠতে শুরু করে।
=> বাঁদরের ওজন 40×10 N= 400 N
সর্বাধিক টান 600 N হলে দড়িতে বাঁদর দ্বারা সর্বাধিক বল প্রয়োগ (600-400) N = 200 N
সর্বাধিক ত্বরণ \frac{200}{40}m.s-2 = 5 m.s-2
অর্থাৎ বাঁদরটি যখন 5 m.s-2 ত্বরণের বেশি বেগে ওপরে উঠতে শুরু করবে তখনই দড়্রি ছিঁড়ে যাবে। সুতরাং উত্তর হবে (A)

1.7 মসৃণ অনুভূমিক তলে স্থির অবস্থায় রাখা একটি পাটাতনের ওপর দিয়ে একটি লোক পাটাতনের সাপেক্ষে v বেগে বাঁদিক থেকে ডানদিকে ছুটে গেলে পাটাতনের পাটাতনের বেগ কত হবে? (লোকটি ও পাটাতনের ভর যথাক্রমে m ও M)
(A) \frac{Mv}{M+m} বাঁদিকে          (B) \frac{Mv}{M+m}  ডানদিকে       (C) \frac{mv}{M+m} বাঁদিকে         (D) \frac{mv}{M+m} ডানদিকে

=>পাটাতনের বেগ V।
ভূমির সাপেক্ষে ব্যক্তির বেগ V-(-v)=V+v
ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী
m(V+v) + MV = 0
or, mV+mv+MV=0
or, (m+M)V=-mv
∴V=-\frac{mv}{M+m}
v ডানদিকে  হলে V বাঁদিকে হবে।
1.8 সরলরেখায় একটি নির্দিষ্ট গতিবেগে চলমান 4 kg  ভরের একটি গোলক  A  আর-একটি স্থির 1 kg  ভরের গোলক B কে ধাক্কা মারে। সংঘর্ষের পরে A এবং B  যথাক্রমে v_1 m/s এবং v_2 m/s বেগে A এর প্রাথমিক গতিবেগের অভিমুখের সঙ্গে যথাক্রমে 300 ও 600 কোণে চলতে থাকে।  \frac{v_1}{v_2} এর মান হবে-
(A) \frac{\sqrt{3}}{4}         (b) \frac{4}{\sqrt{3}}        (C) \frac{1}{\sqrt{3}}        (D) \sqrt{3}

সংঘর্ষের আগে গোলকদুটির Y অক্ষ বরাবর কোনো ভরবেগের উপাংশ নেই। তাহলে সংঘর্ষের পরেও থাকবে না।
অর্থাৎ, m_1 v_1sin300=m_2 v_2sin60
or, 4×v_1 \times\frac{1}{2} = 1×v_2×\frac{\sqrt{3}}{2}
\frac{v_1}{v_2}=\frac{\sqrt{3}}{4}

 

2. নিউটনের গতিসূত্র-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

3. নিউটনের গতিসূত্র-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

স্মার্টফোন বা মোবাইলে দেখার সুবিধার্থে ফোনটি Landscape বা  Auto rotate করে নিন।
3.1 একটি দমকলের জেট থেকে 12.2 m/s বেগে একটি দেয়ালের ওপর লম্বভাবে জল ফেলা হচ্ছে। দেয়ালের ওপর প্রযুক্ত চাপ নির্ণয় করো ।
=> ধরি, দেওয়ালের A m2 ক্ষেত্রফলে লম্বভাবে জল পড়ছে।
জলের বেগ 12.2 m/s হলে জল প্রবাহের হার= \frac{আয়তন}{সময়} = \frac{দৈর্ঘ্য \times প্রস্থচ্ছেদ}{সময়} = \scriptsize{বেগ \times প্রস্থচ্ছেদ} = 12.2×A m3/s
একক সময়ে আপতিত জলের ভর = \frac{আয়তন}{সময়}×জলের ঘনত্ব
or, \frac{জলের\,ভর}{সময়}= 12.2A×103 kg/s   [জলের ঘনত্ব 103 kg/m3]
দেওয়ালে জল আঘাতের পর জলের বেগ শূণ্য হয়ে যায়।
তাহলে ঘাত = বল×সময় = ভরবেগের পরবর্তন
or, বল = \frac{জলের\,ভর}{সময়}\times \scriptsize{ভরবেগের\,পরিবর্তন} = 12.2A×103(12.2-0) N = 1.49×105A N (প্রায়)
∴ চাপ= \frac{বল}{ক্ষেত্রফল}= \frac{1.49\times10^5 A}{A} Pa = 1.49×105 N

3.2 M ভরের একটি গাড়ির একপ্রান্তে একটি মসৃণ হালকা কপিকল আছে। কপিকলটির ওপর দিয়ে অতিক্রান্ত একটি ভারহীন সুতোর একপ্রান্ত গাড়িটির ওপর রাখা m_1 ভরের একটি ব্লকের সঙ্গে যুক্ত। ওই সুতোটির অপর প্রান্তে m_2 ভরের আরও একটি ব্লক যুক্ত করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। গাড়িটিতে কত অনুভূমিক বল F প্রয়োগ করলে m_1m_2 ব্লক দুটি গাড়ি সাপেক্ষে স্থির থাকবে?
=>
F বল প্রয়োগে সমগ্র সংস্থাটির ত্বরণ হবে = \frac{F}{m_1+m_2+M}·······(i)
m_1 ভরের বস্তুর ওপর টান T=m_2g
m_1 ভরের বস্তুর ত্বরণ = \frac{m_2g}{m_1}········(ii)
m_1m_2 স্থির থাকবে যখন (i) ও (ii) নং সমীকরণ সমান ও বিপরীত হবে।
সুতরাং, \frac{F}{m_1+m_2+M}= \frac{m_2g}{m_1}
∴ F = \frac{m_2\left(m_1+m_2+M\right)g}{m_1}



3.3 পাশের চিত্রানুযায়ী 4 kg ভরের একটি ব্লক ঝুলন্ত অবস্থায় রয়েছে।
OA এবং OB সুতো দুটিতে টান নির্ণয় করো। (ধরে নাও, g = 10 m/s2)

=>OA ও OB সুতায় টান যথাক্রমে T1 ও T2
অনুভূমিক বরাবর বলের সমীকরণ,
T1 sin30° = T2 sin60°
or, \small{T_1 \frac{1}{2}= T_2\frac{\sqrt3}{2}}
or, \small{T_1 = \sqrt{3}T_2} ······(i)
উল্লম্ব বরাবর বলের সমীকরণ,
T1cos30° = 4×10 + T2cos60°
or, \small{T_1\frac{\sqrt3}{2} = 40 + T_2\frac{1}{2}}
or, \small{\sqrt{3}T_1 = 80 + T_2}
or, \small{\sqrt3\times\sqrt3T_2 = 80 + T_2}
or, 3T2 — T2 = 80
or, 2T2 = 80
or, T2 = 40 N
(i) নং সমীকরণে T2 এর মান বসাই,
T1 = \small{\sqrt{3}\times 40}=40\sqrt3 N
3.4 L দৈর্ঘ্যের একটি সুতোর সাহায্যে একটি ভারী গোলাকার বস্তু দুলছে।  এর দোলনের বিস্তার \theta হলে সুতোয় সর্বোচ্চ টান কত? ধরো, বস্তুটির ওজন w এবং বিস্তার ক্ষুদ্র]
=> টান সর্বোচ্চ হবে সর্বনিম্ন বিন্দুতে (O)
এখন mg=w, বেগ= v হলে টান হবে T=mg + \frac{mv^2}{L}
আবার, সর্বোচ্চ ও সর্বনিম্ন বিন্দুতে শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী,
\frac{1}{2}mv^2 = mgL - mgLcos\theta
or, v^2=2gL(1-cos\theta)
or, \frac{v^2}{L}=2g.2sin^{2}\frac{\theta}{2}
or, \frac{v^2}{L}=4g.(\frac{\theta}{2})^{2}    [\because \theta ক্ষুদ্র]
\frac{v^2}{L}=g{\theta}^{2}
তাহলে সর্বোচ্চ টান হবে, T=mg + mg{\theta}^{2}=mg(1+{\theta}^{2})=w(1+{\theta}^{2})

SHARE

Related Posts

ডপলার ক্রিয়া- যখন পর্যবেক্ষক স্থির উৎস গতিশীল

NOTES-শব্দের ডপলার ক্রিয়া (Doppler effect of sound) class 11

শব্দের ডপলার ক্রিয়া অধ্যায়ের সংক্ষিপ্ত আলোচনার জন্য এখানে ক্লিক করো শব্দের ডপলার ক্রিয়া অধ্যায়ের সংক্ষিপ্ত আলোচনার জন্য এখানে ক্লিক করো শব্দের ডপলার ক্রিয়া অধ্যায়ের সংক্ষিপ্ত আলোচনার জন্য এখানে…

Class 11- ডপলার ক্রিয়া

তরঙ্গ-উৎস ও পর্যবেক্ষকের মধ্যে আপেক্ষিক বেগ থাকে তখন পর্যবেক্ষক প্রকৃত কম্পাঙ্কের চেয়ে ভিন্ন কম্পাঙ্ক অনুভব করে। এই ঘটনাটি হল ডপলার ক্রিয়া (doppler effect)। যখন পর্যবেক্ষক গতিশীল উৎস স্থির-…

7.5 কঠিন ও তরল পদার্থের প্রসারণ

3.1 একটি ধাতব সেকেন্ড দোলক ঘড়ি 200C উষ্ণতায় সঠিক পাঠ দেয়। যদি কোন নির্দিষ্ট দিনে দোলক ঘড়িটি 15s স্লো যায় তাহলে ওই দিনের তাপমাত্রা কত হবে? (দোলক ঘড়ির…

7.1 স্থিতিস্থাপকতা

1.1 সিলিং থেকে ঝোলনো একটি তারকে নিম্নমুখী বল দিয়ে টানলে তারের দৈর্ঘ্য হয় বল দিয়ে টানলে তারের দৈর্ঘ্য হয় । তাহলে তারের প্রকৃত দৈর্ঘ্য কত? ইয়ং গুণাঙ্ক, ।…

দৃঢ় বস্তুর ঘূর্ণন

দৃঢ় বস্তুর ঘূর্ণন

1. “m” গ্রাম ভরের তিনটি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ ∆ABC – এর তিনটি শীর্ষ আছে। ABC তলে AB এর লম্ব দিকে AX এর সাপেক্ষে তন্ত্রটির জড়তা ভ্রামক…

ঘর্ষণ (Friction)

1.1 একটি বস্তু θ নতিকোণবিশিষ্ট একটি নততল বরাবর নেমে আসছে। নামার সময় ঘর্ষণ গুণাঙ্ক μ দূরত্বের সঙ্গে সমানুপাতিক (μ=kx) বস্তুটি নততল বরাবর নেমে আসবে (A) স্থির ত্বরণ gsinθ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!