CLASS-X

রাসায়নিক গণনা প্রশ্ন উত্তর

SHARE

1. রাসায়নিক গণনা MCQ

রাসায়নিক গণনা - প্রশ্ন উত্তর MCQ

1.1 49 গ্রাম H2SO4 কে সম্পূর্ণ প্রশমিত করতে কত গ্রাম NaOH প্রয়োজন? a) 40 গ্রাম      b) 4 গ্রাম             c) 80 গ্রাম          d) 8 গ্রাম
সঠিক উত্তর-a) 40 গ্রাম
ব্যাখ্যা- বিক্রিয়ার সমীকরণঃ 2NaOH+H2SO4 → Na2SO4 + 2H2O
1 মোল H2SO4= (2×1+32+4×16) গ্রাম= 98 গ্রাম
2 মোল NaOH= 2(23+16+1) গ্রাম= 80 গ্রাম
∴ 49 গ্রাম H2SO4 কে সম্পূর্ণ প্রশমিত করতে NaOH-এর পরিমাণ =\frac{49\times 80}{98} গ্রাম=40 গ্রাম
1.2 12g কার্বনের সঙ্গে 32g অক্সিজেনের বিক্রিয়ায় কত মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে?      a) 1     b) 2    c) 0.5    d) 4.4
সঠিক উত্তর- a) 1mol  CO2                     
ব্যাখ্যা- C+O2→ CO2; 1mol  CO2= (12+16×2)g =44g
1.3 ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ  a)50%                b)20%       c) 10%           d) 40%
সঠিক উত্তর- d)40%
ব্যাখ্যা- 1 গ্রাম অনু ক্যালসিয়াম কার্বনেট (CaCO3) = (40+12+3×16)g = 100g। Ca এর শতকরা পরিমাণ= \frac{40}{100}×100%=40%
1.4
40   gm NaOH -কে সম্পূর্ণ প্রশমিত করতে কত gm H2SO4 প্রয়োজন?  (a) 40 gm           (b) 4gm    (c)49gm        (d) 8 gm
সঠিক উত্তর- (c)49gm 
ব্যাখ্যা-  বিক্রিয়ার সমীকরণ- 2NaOH+H2SO4→2H2O+Na2SO4
সুতরাং 2 mol NaOH =2 (23+16+1) gm = 80 gm ।        1mol H2SO4= (1×2+32+16×4) gm = 98 gm
80 gm NaOH কে প্রশমিত করে 98 gm H2SO4
1 gm  NaOH কে প্রশমিত করে \frac{98}{80} gm  H2SO4
40 gm NaOH কে প্রশমিত করে \frac{98\times40}{80}  gm H2SO4= 49 gm
1.5 কার্বনযুক্ত কোন গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে, তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে?              a) CO2     b)  C2H4    c) C2H6          d)  C2H2
বাষ্প ঘনত্ব =13 ।           আণবিক গুরুত্ব =2×13=26
এখন, CO2= 12+16×2=44;      C2H4=12×2+1×4=28 ;   C2H6=12×2+1×6=30;     C2H2=12×2+1×2=26
সঠিক উত্তর হবে  d) C2H2

2. রাসায়নিক গণনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

রাসায়নিক গণনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

2.1 আণবিক ভর কাকে বলে?
=> H স্কেলে আণবিক ভর- একটি অণু ও একটি হাইড্রোজেন পরমাণুর ভরের অনুপাতকে আণবিক ভর বা আণবিক গুরুত্ব বলে।
আণবিক ভর=\frac{একটি\;অণুর\;ভর}{একটি\;H\;পরমাণুর\;ভর}
অর্থাৎ কোনো অণু একটি H পরমাণুর তুলনায় যতগুন ভারী হয়ে তাকে আণবিক ভর বলে।

12C স্কেলে আণবিক ভর- একটি অণু ও একটি 12C পরমাণুর ভরের 1/12 অংশের অনুপাতকে আণবিক ভর বা আণবিক গুরুত্ব বলে।
আণবিক ভর=\frac{একটি\;অণুর\;ভর}{একটি\;{}^{12}C\;পরমাণুর\;ভর\times\frac{1}{12}}

3. রাসায়নিক গণনা-গাণিতিক প্রশ্ন

3. রাসায়নিক গণনা-গাণিতিক প্রশ্ন

3.1 ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 g হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে? (Fe = 56, S = 32, H = 1 )
=> \underset{\overset{(56 + 32)g = 88g}{?? }}{Fes} + {H}_{2}S{O}_{4}\rightarrow FeS{O}_{4} + \underset{\overset{(1 \times 2 + 32)g = 34g}{1.7g}}{{H}_{2}S}
34 g H2S পেতে প্রয়োজন 88 g H2SO4
1 g H2S পেতে প্রয়োজন \frac{88}{34} g H2SO4
1 g H2S পেতে প্রয়োজন \frac{88\times1.7}{34} g H2SO4
                                         =44 g H2SO4

 3.2 জিংক অক্সাইডকে কার্বন সহযোগে উত্তপ্ত করলে ধাতব জিংক ও কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। 40.685 গ্রাম জিংক অক্সাইড থেকে 31.785 গ্রাম জিংক ও 14.0 গ্রাম কার্বন মনোক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম কার্বন প্রয়োজন হবে? বিক্রিয়াটিতে কত মোল কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়? (C=12, O=16)
=> \underset{40.685g}{ZnO} + C\rightarrow \underset{31.785g}{Zn} + \underset{14g}{CO}
প্রয়োজনীয় কার্বনের পরিমাণ, {(31.785+14)-40.685} g= 5.1 g
1 mol CO = (12+16) g = 28 g
∴ 14 g CO = \frac{14}{28} mol=0.5 mol

3.3 অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণসহ উত্তপ্ত করে 6.8 g অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে? (H = 1, N =14, O = 16, 5 = 32]
=> \underset{?? }{\underset{\{ (14 + 4 \times 1) \times 2 + 32 + 4 \times 16\} g = 132g}{{(N{H}_{4})}_{2}S{O}_{4}}} + 2NaOH\rightarrow {Na}_{2}S{O}_{4} + \underset{6.8g}{\underset{2(14 + 3 \times 1)g = 34g}{2N{H}_{3}}} + 2{H}_{2}O
34 g অ্যামোনিয়া পেতে প্রয়োজনীয় অ্যামোনিয়াম সালফেট = 132 g
1 g অ্যামোনিয়া পেতে প্রয়োজনীয় অ্যামোনিয়াম সালফেট = \frac{132}{34} g
6.8 g অ্যামোনিয়া পেতে প্রয়োজনীয় অ্যামোনিয়াম সালফেট = \frac{132\times6.8}{34} g
=26.4 g

3.4 CaCO3-এর সঙ্গে লঘু HCI-এর বিক্রিয়ায় CaCl2, CO2 ও H2O উৎপন্ন হয়। 50 g CaCO3 থেকে 55.5 g CaCl2, 22.0 g CO2 ও 9.0 g H2O উৎপন্ন করতে কত গ্রাম HCI-এর প্রয়োজন হবে ? প্রয়োজনীয় HCI-এর মোল সংখ্যা কত? (H=1, Cl=35.5)
=> ধরি x g HCl লেগেছে।
বিক্রিয়কের মোট ভর = বিক্রিয়াজাতের মোট ভর
or, CaCO3-এর ভর+ HCl-এর ভর = CaCl2, CO2 ও H2O এর ভর
or, 50+x = 55.5+22+9
∴ x = 55.5+22+9-50 = 36.5
আবার, 1 mol HCl = (1+35.5) g = 36.6 g
36.5 g HCl প্রয়োজন হবে। এর মোল সংখ্যা হল 1

3.5 আয়রন পাইরাইটসকে অতিরিক্ত বায়ুপ্রবাহে পুড়িয়ে সালফিউরিক অ্যাসিডের শিল্পোৎপাদনের জন্য প্রয়োজনীয় SO2 উৎপাদন করা হয়। বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ নীচে দেওয়া হল:
4FeS2 + 11O2 → 2Fe2O3 + 8SO2; 512g SO2 উৎপাদনের জন্য কত গ্রাম FeS2 প্রয়োজন ? (Fe = 56, S = 32, O = 16)
=> \underset{4(56 + 32 \times 2) = 480}{4Fe{S}_{2}} + 11S{O}_{2}\rightarrow 2F{e}_{2}{O}_{3} + \underset{8(32 + 16 \times 2) = 512}{8S{O}_{2}}
∴480 g FeS2 প্রয়োজন

3.6 কোনো ধাতব কার্বনেটের 200 g-কে উত্তপ্ত করলে 112 g ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্পঘনত্ব 22। বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়?
=> গ্যাসীয় যৌগের ভর- (200-112) g = 88 g। গ্যাসীয় যৌগের আণবিক ভর= 2×22 = 44
∴ মোল সংখ্যা=\frac{88}{44}=2

3.7 উচ্চ তাপমাত্রায় Al দ্বারা Fe2O3 -কে বিজারিত করে 558 g Fe প্রস্তুতির জন্য কত গ্রাম Al প্রয়োজন? বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে? [Fe = 55.8, Al = 27, O = 16]
=> F{e}_{2}{O}_{3} + \underset{??}{\underset{2 \times 27 = 54}{2Al}}\rightarrow A{l}_{2}{O}_{3} + \underset{558}{\underset{2 \times 55.8 = 111.6}{2Fe}}
111.6 g Fe প্রস্তুতির জন্য 54 g Al প্রয়োজন
1 g Fe প্রস্তুতির জন্য \frac{54}{111.6} g Al প্রয়োজন
558 g Fe প্রস্তুতির জন্য \frac{54\times558}{111.6} g Al প্রয়োজন = 270 g Al

আবার,
111.6 g Fe প্রস্তুতির জন্য 1 মোল Fe2O3 প্রয়োজন
1 g Fe প্রস্তুতির জন্য \frac{1}{111.6} মোল Fe2O3 প্রয়োজন
558 g Fe প্রস্তুতির জন্য \frac{1\times558}{111.6} মোল Fe2O3 প্রয়োজন = 5 মোল Fe2O 

SHARE

Related Posts

কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক

কঠিনের প্রসারণ

1. সূচনা- বস্তুতে তাপ প্রয়োগ করলে  বস্তুতে অবস্থিত  অণুগুলির আরো বেশি গতিশীল বা কম্পনশীল হয়ে যায়। এর জন্য বস্তুর আরো বেশি জায়গার প্রয়োজন হয়।  তাই বস্তুর আকারের পরিবর্তন…

আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ কী?

এর কারণগুলি হল- (i) আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরা হয় যে গ্যাসের অণুগুলির আয়তন পাত্রের তুলনায় নগণ্য।  কিন্তু সূক্ষ্মভাবে বিচার করলে দেখা যাবে  অণুগুলির আয়তন কিছুটা হলেও আছে। তাই…

রাসায়নিক বন্ধন Notes Class 10-NaCl অনুর অস্তিত্ব নেই কেন?

NaCl অনুর অস্তিত্ব নেই কেন?

  একটি তড়িৎযোজী যৌগ। সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে ও ক্লোরিন পরমাণু সেই ইলেকট্রন গ্রহণ করে তৈরি করে। যা তীব্র তড়িৎ আকর্ষণ বলের জন্য কাছাকাছি অবস্থান করে।…

 হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন?

 হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন?

 হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? => মেন্ডেলিফ পর্যায় সারণিতে হাইড্রোজেনকে বসানোর সময় লক্ষ্য করেন যে এই মৌলটির কিছু ধর্ম Gr-IA এবং Gr-VIIB (হ্যালোজেন) এর সঙ্গে মিলে যায়।…

দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্ক-এর মধ্যে সম্পর্ক নির্ণয় কর।

দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্ক-এর মধ্যে সম্পর্ক নির্ণয় কর।

ধরি,একটি ঘনকের প্রাথমিক দৈর্ঘ্য ।  θ পরিমাণ উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্য হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক α হলে,                                  (1) or, [উভয় পাশে বর্গ করে পাই] or,      …

রাসায়নিক বন্ধন Notes Class 10-NaCl অনুর অস্তিত্ব নেই কেন?

রাসায়নিক বন্ধন Notes Class 10

রাসায়নিক বন্ধন এই মহাবিশ্বে যতগুলি মৌল রয়েছে তাদের মধ্যে নিষ্ক্রিয় মৌলগুলির কক্ষপথে সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন থাকে। এই অবস্থায় মৌলগুলি সর্বনিম্ন শক্তিস্তরে অবস্থান করে।    অন্যান্য মৌলগুলিও ইলেকট্রন গ্রহণ,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!