CLASS-XI

Class 11- ডপলার ক্রিয়া

SHARE

তরঙ্গ-উৎস ও পর্যবেক্ষকের মধ্যে আপেক্ষিক বেগ থাকে তখন পর্যবেক্ষক প্রকৃত কম্পাঙ্কের চেয়ে ভিন্ন কম্পাঙ্ক অনুভব করে। এই ঘটনাটি হল ডপলার ক্রিয়া (doppler effect)।

যখন পর্যবেক্ষক গতিশীল উৎস স্থির- ধরি, তরঙ্গের বেগ V, তরঙ্গদৈর্ঘ্য λ , কম্পাঙ্ক n। তাহলে বলা যায় V দৈর্ঘ্যের মধ্যে λ দৈর্ঘ্য বিশিষ্ট n টি পূর্ণ তরঙ্গ রয়েছে। স্থির অবস্থায় পর্যবেক্ষক একক সময়ে n টি পূর্ণ তরঙ্গ অনুভব করবে। গণনার সুবিধার্থে, ধরি, পর্যবেক্ষক V দূরত্বে আছে এবং পর্যবেক্ষক (observer) Vo বেগে উৎসের দিকে গতিশীল।

ডপলার ক্রিয়া-যখন পর্যবেক্ষক গতিশীল উৎস স্থির

এবার দেখি V0 দৈর্ঘ্যে কতগুলি পূর্ণ তরঙ্গ রয়েছে

∵ V দৈর্ঘ্যে রয়েছে n টি পূর্ণ তরঙ্গ
1 দৈর্ঘ্যে রয়েছে   \frac{n}{V} টি পূর্ণ তরঙ্গ
Vo দৈর্ঘ্যে রয়েছে   \frac{n}{V}V_o টি পূর্ণ তরঙ্গ

পর্যবেক্ষক Vo বেগে উৎসের দিকে গতিশীল হওয়ায় একক সময়ে আরও অতিরিক্ত \frac{n}{V}V_o টি পূর্ণ তরঙ্গ অনুভব করবে। 

∴  একক সময়ে মোট তরঙ্গসংখ্যা যা পর্যবেক্ষককে অতিক্রম করবে
বা, আপাত কম্পাঙ্ক n' = n+\frac{n}{V}V_o= n(1+\frac{V_0}{V})=n(\frac{V+V_0}{V})

যদি পর্যবেক্ষক উৎসের বিপরীত দিকে গতিশীল হতো তাহলে n'=n(\frac{V-V_0}{V})

যখন পর্যবেক্ষক স্থির উৎস গতিশীল- এক্ষেত্রে আগের মতই পর্যবেক্ষক একক সময়ে n টি পূর্ণ তরঙ্গ অনুভব করবে। ধরি, পর্যবেক্ষক V দূরত্বে আছে এবং উৎস (source) Vs বেগে পর্যবেক্ষকের দিকে গতিশীল।
তাহলে, একক সময় পরে পর্যবেক্ষক ও তরঙ্গ-উৎসের মধ্যে আপাত দূরত্ব হবে V-Vs
এখন ওই n টি পূর্ণ তরঙ্গ V দূরত্বের ভিতরে না থেকে V-Vs দূরত্বের মধ্যে থাকবে।

ডপলার ক্রিয়া- যখন পর্যবেক্ষক স্থির উৎস গতিশীল

∴ আপাত তরঙ্গদৈর্ঘ্য হবে λ'=\frac{V-V_s\ }{n} = \frac{V-V_s}{\frac{V}{\lambda}}   [∵V=nλ]
=\frac{V-V_s}{V}
আপাত কম্পাঙ্ক n'=\frac{V}{\lambda'} =\frac{V}{\frac{V-V_s\ }{n}}=\frac{nV}{V-V_s}
তরঙ্গউৎস যদি পর্যবেক্ষকের বিপরীতে গতিশীল হয় তাহলে n'=\frac{nV}{V+V_s}

উৎস ও পর্যবেক্ষক উভয়েই যদি গতিশীল থাকে তাহলে n=n\frac{V\pm V_0}{V\pm V_s}

SHARE

Related Posts

ডপলার ক্রিয়া- যখন পর্যবেক্ষক স্থির উৎস গতিশীল

NOTES-শব্দের ডপলার ক্রিয়া (Doppler effect of sound) class 11

শব্দের ডপলার ক্রিয়া অধ্যায়ের সংক্ষিপ্ত আলোচনার জন্য এখানে ক্লিক করো শব্দের ডপলার ক্রিয়া অধ্যায়ের সংক্ষিপ্ত আলোচনার জন্য এখানে ক্লিক করো শব্দের ডপলার ক্রিয়া অধ্যায়ের সংক্ষিপ্ত আলোচনার জন্য এখানে…

7.5 কঠিন ও তরল পদার্থের প্রসারণ

3.1 একটি ধাতব সেকেন্ড দোলক ঘড়ি 200C উষ্ণতায় সঠিক পাঠ দেয়। যদি কোন নির্দিষ্ট দিনে দোলক ঘড়িটি 15s স্লো যায় তাহলে ওই দিনের তাপমাত্রা কত হবে? (দোলক ঘড়ির…

7.1 স্থিতিস্থাপকতা

1.1 সিলিং থেকে ঝোলনো একটি তারকে নিম্নমুখী বল দিয়ে টানলে তারের দৈর্ঘ্য হয় বল দিয়ে টানলে তারের দৈর্ঘ্য হয় । তাহলে তারের প্রকৃত দৈর্ঘ্য কত? ইয়ং গুণাঙ্ক, ।…

দৃঢ় বস্তুর ঘূর্ণন

দৃঢ় বস্তুর ঘূর্ণন

1. “m” গ্রাম ভরের তিনটি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ ∆ABC – এর তিনটি শীর্ষ আছে। ABC তলে AB এর লম্ব দিকে AX এর সাপেক্ষে তন্ত্রটির জড়তা ভ্রামক…

ঘর্ষণ (Friction)

1.1 একটি বস্তু θ নতিকোণবিশিষ্ট একটি নততল বরাবর নেমে আসছে। নামার সময় ঘর্ষণ গুণাঙ্ক μ দূরত্বের সঙ্গে সমানুপাতিক (μ=kx) বস্তুটি নততল বরাবর নেমে আসবে (A) স্থির ত্বরণ gsinθ…

ভেক্টর NOTES- CLASS 11 -PHYSICS (পদার্থ বিজ্ঞান)

Class 11- ভেক্টর

1.1 একটি নির্দেশতন্ত্রের মূলবিন্দু থেকে অনুভূমিক রেখার সঙ্গে কোণ করে m ভরের একটি বস্তুকে ছোঁড়া হল। t সময়ে বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় ওঠে, তখন তার মূল বিন্দুর সাপেক্ষে কৌণিক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!